
Autism & Neuro-Development Diseases
থেরাপি ও ভুল ধারনা - Nargis Jahan ( Speech & Language Therapist )
থেরাপি ও ভুল ধারনা -
► আজকাল অনেক ক্ষেত্রেই অটিজম ব্যাবস্থাপনায় থেরাপির ভুমিকা নিয়ে নেতিবাচক কথা শোনা যায়। এই বিষয় নিয়ে কিছু কথা লিখব আজ।
► প্রথমত জানতে হবে থেরাপি বিষয়টি আসলে কি? থেরাপি কি আমরা কি তা বুঝতেই পারছি না?
► শিশুদের জন্যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নিয়ে যদি বলি তাহলে বলতে হবে কোন শিশু ভাষা বিকাশে যদি পিছিয়ে থাকে তাহলে সেখান থেকে শিশুটিকে যতটা সম্ভব স্বাভাবিক ভাষা বিকাশের দিকে নিয়ে আসার একটা চিকিৎসা।
► বাচ্চাদের থেরাপি মূলত প্লে (খেলা) বেইজড, যেমন খেলার মাধ্যমে সঠিক ভাষার ব্যাবহার, সঠিক উচ্চারন এবং সঠিক স্ট্র্যাটেজি ব্যাবহার করে ভাষা বিকাশের উন্নতি করা যায়। থেরাপি যে শুধু মাত্র কথা বলাতেই সাহায্য করবে তা নয় বরং এর প্রথম গোল/ টার্গেট হচ্ছে আপনার শিশুটি আগে যেন বুঝতে শিখে। সে যদি বুঝতে না পারে তাহলে বলবে কি করে ?
► থেরাপি মূলত দুই ভাবে চলবে
(১) ইন্ডিভিজুয়াল /গ্রুপ সেশন
(২) হোম প্রোগ্রাম
► হোম প্রোগ্রামে পরিবারের সদস্যদের সকল স্ট্র্যাটেজি গুছিয়ে বলে দেয়া হয় কিভাবে পরিবারে সদস্যরা শিশুর সাথে কথা বলবে, কি ধরনের শব্দ ব্যাবহার করবে, কি ধরনের ভিজুয়াল সাপোর্ট ব্যাবহার করবে, কিভাবে খাবার খাওয়াবে, কিভাবে বিহেভিয়ার মডিফাই করবে ইত্যাদি। মূলত টোটাল লাইফ স্টাইলকে পরিবর্তন করে ভাষা বিকাশের উন্নতি সাধন করার একটা কম্প্রিহেন্সিভ পদ্ধতি বলা যায়।
► সেখানে আপনাকে অনেক খেলনা বা দামি খেলনাই ব্যবহার করতে হবে তা নয় বরং আপনার ঘরে যা আছে তাই আপনি থেরাপি সহায়ক উপকরণ হিসেবে ব্যাবহার করবেন।
► অনেকেই বলেন, 'আমি তো বাচ্চার সাথে অনেক কথা বলি কিন্তু কোন উন্নতি হচ্ছেনা', অনেক কথা বলতে হবে এই বিষয়টিই তো সঠিক নয়। এক্ষেত্রে বলে নেয়া ভালো যে থেরাপির উদ্দেশ্য: সহজ ও ছোট বাক্য ব্যাবহার করে নির্দিষ্ট সময়ে বাচ্চার সাথে কথা বলা এবং শিশুকে কোয়ালিটি টাইম দেয়া।
► বাবা-মা সবচেয়ে বেশি সময় শিশুর সাথে থাকে। তাই তাদের ট্রেইন আপ করাটা জরুরি কিন্তু সেটি অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল থেরাপিস্টের তত্বাবধানে থেকে করতে হবে। সেই সাথে এটাও মাথায় রাখতে হবে প্রফেশনাল এর সাথে আপনার বাচ্চার র্যাপো বিল্ড আপ ও উনার দেয়া পরামর্শ ফলো করা গুরুত্বপূর্ণ।
► তাহলে এই যে উনি এত এত কিছু করলেন এটা আসলে শিশুর গুণগত জীবনমান উন্নয়ন করার জন্যে। যার যার যায়গা থেকে সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি প্রদান করে থাকেন যা আপনার বাচ্চার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
► পৃথিবীতে যেমন অনেক অনেক রোগ -ব্যাধি, সমস্যা রয়েছে, ঠিক তেমনি উন্নত চিকিৎসাও আছে। কিন্তু তাই বলে কি সকল রোগের ক্ষেত্রেই চিকিৎসার কারণে সম্পূর্ণ উন্নতি বা আরোগ্য লাভ করা সম্ভব হয়েছে?? অনেক উন্নত সার্জারী কি একদম আগের মত আপনাকে স্বাভাবিক করে দিতে পারবে??
কিন্তু পরিবর্তনটা আমূল। ঠিক সেই রকম থেরাপিও সমস্যাগুলোকে বাড়তে না দিয়ে বরং কমিয়ে এনে স্বাভাবিক ও স্বাধীন জীবনযাপন করতে সাহায্য করে থাকে, অবশ্যই তা সমস্যার ধরন ও প্রকৃতি অনুযায়ী।
► আমি বিশ্বাস করি অনেক ভুক্তভোগী বাবা মা আছেন যারা ভুয়া থেরাপিস্টের কাছ থেকে চিকিৎসা বা থেরাপি নিয়ে বাচ্চাকে নিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই বলব, বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিএসসি ইন অকুপেশনাল থেরাপি তে যারা পড়ালেখা করে প্রফেশনাল হয়েছেন, অনুগ্রহ করে শুধুমাত্র তাদের শরনাপন্ন হবেন। ম্যাল্প্র্যাক্টিস এবং ভুয়া চিকিৎসা যারা করছে তাদের বর্জন করবেন।
► থেরাপির নামে নেতিবাচক কথা না বলে আগে জানি, বুঝি; নিজ নিজ প্রফেশনালের কাছ থেকে গাইডলাইন চাই, তবেই শিশুর বিকাশ হবে।
ধন্যবাদ
-Nargis Jahan
Speech & Language Therapist
& Head of Precision Therapy Unit
NeuroGen Healthcare Limited
-----------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
-------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Green Road,
Dhaka - 1205, Bangladesh
Related Blogs

ইকথায়োসিস (Ichthyosis) কাকে বলে ? ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟥বাংলাদেশে বর্তমানে Congenital Ichthyosis (ইকথায়োসিস) এ আক্রান্ত বেশ কিছু পরিবার দেখা যাচ্ছে যেখানে একই পরিবারে একের অধিক শিশুর এই রোগ রয়েছে। মা...

জেনেটিক টেস্ট কি ও কেন করা হয় ? ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟥জেনেটিক টেস্ট কি ? অনেকেই ভাবেন যে, সন্তানের সমস্যাগুলো কার কাছ থেকে আসছে সেটা জানার জন্যই হয়তো জেনেটিক টেস্টটি করা হয়। আসলেই কি তাই ? আমাদ...

সিস্টিক ফাইব্রোসিস কি, এর কারণ, কিভাবে হয় এবং লক্ষণসমূহ ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟡সিস্টিক ফাইব্রোসিস কি ? -সিস্টিক ফাইব্রোসিস একটি বংশগত রোগ যা পাচনতন্ত্র, ফুসফুস এবং দেহের অন্যান্য অঙ্গগুলির গুরুতর ক্ষতি করে। -এটি ঘাম(sw...

অটিজম এর কারণ,অটিজম এর লক্ষন সমূহ এবং চিকিৎসা- Shamima Akhter ( Clinical Occupational Therapist )
অটিজম আজ শুধু সারা পৃথিবীতেই নয় আমাদের দেশেও বহুল আলোচিত একটি শব্দ। তবে আমাদের অনেকেরই এই শব্দ টি জানা থাকলেও প্রকৃত ভাবে এই শব্দটি কেন বহুল আলোচিত ত...

সন্তানদের যৌন আচারণ/কথাবার্তা/খারাপ ভাষার ব্যবহার এবং পিতামাতার দুঃচিন্তা ও করণীয়: Md.Ashadujjaman Mondol
► সন্তানদের যৌন আচারণ/কথাবার্তা/খারাপ ভাষার ব্যবহার এবং পিতামাতার দুঃচিন্তা ও করণীয়: একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই শিশুটি একটি পরিবারে...

অটিজম সেন্সরি সমস্যা ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )
অটিজম বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তার মধ্যে অন্যতম দুই ধরনের সেন্সরি সমস্যা নিয়ে আলোচনা করব। Sign of oral input dysfunction Sig...