Autism & Neuro-Development Diseases
থেরাপি ও ভুল ধারনা - Nargis Jahan ( Speech & Language Therapist )
থেরাপি ও ভুল ধারনা -
► আজকাল অনেক ক্ষেত্রেই অটিজম ব্যাবস্থাপনায় থেরাপির ভুমিকা নিয়ে নেতিবাচক কথা শোনা যায়। এই বিষয় নিয়ে কিছু কথা লিখব আজ।
► প্রথমত জানতে হবে থেরাপি বিষয়টি আসলে কি? থেরাপি কি আমরা কি তা বুঝতেই পারছি না?
► শিশুদের জন্যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নিয়ে যদি বলি তাহলে বলতে হবে কোন শিশু ভাষা বিকাশে যদি পিছিয়ে থাকে তাহলে সেখান থেকে শিশুটিকে যতটা সম্ভব স্বাভাবিক ভাষা বিকাশের দিকে নিয়ে আসার একটা চিকিৎসা।
► বাচ্চাদের থেরাপি মূলত প্লে (খেলা) বেইজড, যেমন খেলার মাধ্যমে সঠিক ভাষার ব্যাবহার, সঠিক উচ্চারন এবং সঠিক স্ট্র্যাটেজি ব্যাবহার করে ভাষা বিকাশের উন্নতি করা যায়। থেরাপি যে শুধু মাত্র কথা বলাতেই সাহায্য করবে তা নয় বরং এর প্রথম গোল/ টার্গেট হচ্ছে আপনার শিশুটি আগে যেন বুঝতে শিখে। সে যদি বুঝতে না পারে তাহলে বলবে কি করে ?
► থেরাপি মূলত দুই ভাবে চলবে
(১) ইন্ডিভিজুয়াল /গ্রুপ সেশন
(২) হোম প্রোগ্রাম
► হোম প্রোগ্রামে পরিবারের সদস্যদের সকল স্ট্র্যাটেজি গুছিয়ে বলে দেয়া হয় কিভাবে পরিবারে সদস্যরা শিশুর সাথে কথা বলবে, কি ধরনের শব্দ ব্যাবহার করবে, কি ধরনের ভিজুয়াল সাপোর্ট ব্যাবহার করবে, কিভাবে খাবার খাওয়াবে, কিভাবে বিহেভিয়ার মডিফাই করবে ইত্যাদি। মূলত টোটাল লাইফ স্টাইলকে পরিবর্তন করে ভাষা বিকাশের উন্নতি সাধন করার একটা কম্প্রিহেন্সিভ পদ্ধতি বলা যায়।
► সেখানে আপনাকে অনেক খেলনা বা দামি খেলনাই ব্যবহার করতে হবে তা নয় বরং আপনার ঘরে যা আছে তাই আপনি থেরাপি সহায়ক উপকরণ হিসেবে ব্যাবহার করবেন।
► অনেকেই বলেন, 'আমি তো বাচ্চার সাথে অনেক কথা বলি কিন্তু কোন উন্নতি হচ্ছেনা', অনেক কথা বলতে হবে এই বিষয়টিই তো সঠিক নয়। এক্ষেত্রে বলে নেয়া ভালো যে থেরাপির উদ্দেশ্য: সহজ ও ছোট বাক্য ব্যাবহার করে নির্দিষ্ট সময়ে বাচ্চার সাথে কথা বলা এবং শিশুকে কোয়ালিটি টাইম দেয়া।
► বাবা-মা সবচেয়ে বেশি সময় শিশুর সাথে থাকে। তাই তাদের ট্রেইন আপ করাটা জরুরি কিন্তু সেটি অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল থেরাপিস্টের তত্বাবধানে থেকে করতে হবে। সেই সাথে এটাও মাথায় রাখতে হবে প্রফেশনাল এর সাথে আপনার বাচ্চার র্যাপো বিল্ড আপ ও উনার দেয়া পরামর্শ ফলো করা গুরুত্বপূর্ণ।
► তাহলে এই যে উনি এত এত কিছু করলেন এটা আসলে শিশুর গুণগত জীবনমান উন্নয়ন করার জন্যে। যার যার যায়গা থেকে সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি প্রদান করে থাকেন যা আপনার বাচ্চার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
► পৃথিবীতে যেমন অনেক অনেক রোগ -ব্যাধি, সমস্যা রয়েছে, ঠিক তেমনি উন্নত চিকিৎসাও আছে। কিন্তু তাই বলে কি সকল রোগের ক্ষেত্রেই চিকিৎসার কারণে সম্পূর্ণ উন্নতি বা আরোগ্য লাভ করা সম্ভব হয়েছে?? অনেক উন্নত সার্জারী কি একদম আগের মত আপনাকে স্বাভাবিক করে দিতে পারবে??
কিন্তু পরিবর্তনটা আমূল। ঠিক সেই রকম থেরাপিও সমস্যাগুলোকে বাড়তে না দিয়ে বরং কমিয়ে এনে স্বাভাবিক ও স্বাধীন জীবনযাপন করতে সাহায্য করে থাকে, অবশ্যই তা সমস্যার ধরন ও প্রকৃতি অনুযায়ী।
► আমি বিশ্বাস করি অনেক ভুক্তভোগী বাবা মা আছেন যারা ভুয়া থেরাপিস্টের কাছ থেকে চিকিৎসা বা থেরাপি নিয়ে বাচ্চাকে নিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই বলব, বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিএসসি ইন অকুপেশনাল থেরাপি তে যারা পড়ালেখা করে প্রফেশনাল হয়েছেন, অনুগ্রহ করে শুধুমাত্র তাদের শরনাপন্ন হবেন। ম্যাল্প্র্যাক্টিস এবং ভুয়া চিকিৎসা যারা করছে তাদের বর্জন করবেন।
► থেরাপির নামে নেতিবাচক কথা না বলে আগে জানি, বুঝি; নিজ নিজ প্রফেশনালের কাছ থেকে গাইডলাইন চাই, তবেই শিশুর বিকাশ হবে।
ধন্যবাদ
-Nargis Jahan
Speech & Language Therapist
& Head of Precision Therapy Unit
NeuroGen Healthcare Limited
-----------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
-------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Green Road,
Dhaka - 1205, Bangladesh
Related Blogs
ডিসলেক্সিয়া হল একটি লার্নিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়ার লক্ষণ, হবার কারণ এবং চিকিৎসা কি ? ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )
ডিসলেক্সিয়াঃ মানুষের মাঝে কয়েক ধরনের লার্নিং জনিত সমস্যা দেখা যায়। যেমন- Dyslexia, Dyscalculia, Dysgraphia, and Dyspraxia। এদের মধ...
নিউরোজেন হেলথকেয়ার অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক মেডিসিন সেন্টার (𝐆𝐆𝐌C)-এর 𝟐𝟎𝟐𝟑 সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।
𝑮𝒆𝒏𝒆𝒕𝒊𝒄 𝑷𝒊𝒐𝒏𝒆𝒆𝒓𝒔 𝑵𝒆𝒖𝒓𝒐𝑮𝒆𝒏 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉𝒄𝒂𝒓𝒆 𝑺𝒉𝒂𝒑𝒊𝒏𝒈 𝑻𝒐𝒎𝒐𝒓𝒓𝒐𝒘'𝒔 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑻𝒐𝒅𝒂𝒚! • নিউরোজেন হেলথকেয়ার, বিশেষ করে এর অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক...
ডিএমডি (DMD) শনাক্তে কয়টি টেস্ট করতে হবে? ডিএমডি ডিলেশন টেস্ট নেগেটিভ হওয়া মানে কি ডিএমডি নেই?
ডিএমডি (DMD) শনাক্তে কয়টি টেস্ট করতে হবে ? ডিএমডি ডিলেশন টেস্ট নেগেটিভ হওয়া মানে কি ডিএমডি নেই ? যারা ডিএমডি জেনেটিক টেস্ট এর রিপোর্ট নিয়ে confused...
জেনেটিকটেস্ট এর বিস্তারিত কোথায় জানবো ? জেনেটিক কাউন্সেলিং কি এবং কিভাবে সাহায্য করে ?
জেনেটিকটেস্ট এর বিস্তারিত কোথায় জানবো ?জেনেটিক কাউন্সেলিং কি এবং কিভাবে সাহায্য করে ? ১। প্রথমত, আমরা জানি জেনেটিক রোগ গুলো হয় খুবই জটিল। একট...
'বাংলাদেশে ডুসেন মাস্কুলার ডিস্ট্রোফি (DMD) ও অন্যান্য পেশিজনিত জেনেটিক রোগের মিউটেশনাল স্পেকট্রাম নির্ণয় ও লক্ষণ পর্যালোচনা'
"Mutational spectrum and phenotypic variability of Duchenne Muscular Dystrophy and related disorders in a Bangladeshi population" টাইটেল: 'বাংলাদেশে...
‘Mutational spectrum and phenotypic variability of Duchenne muscular dystrophy and related disorders in a Bangladeshi population’
Our recent work on DMD titled: ‘Mutational spectrum and phenotypic variability of Duchenne muscular dystrophy and related disorders in a Banglad...