জেনেটিক কাউন্সেলিং এবং এর উপকারিতা :
অটিজম, খিঁচুনি এবং অন্যান্য মানসিক ও বিকাশজনিত সমস্যা ও বিভিন্ন বিরল রোগের জিনগত যে কারণগুলো থাকে এবং এর চিকিৎসা গ্রহণের আগে ও পরে কি করণীয়, তা অভিজ্ঞ জেনেটিসিস্ট এর দ্বারা গ্রহণ করাকে জেনেটিক কাউন্সেলিং বলে।
জেনেটিক কাউন্সেলিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নিজে এবং পরিবারের কারও জেনেটিক রোগ আছে কি না অথবা পরবর্তীতে হওয়ার সম্ভাবনা যাচাই করতে এবং তার চিকিৎসা পদ্ধতি কেমন হবে সে সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে।
আমাদের দেশের এবং দেশের বাইরের জেনেটিক বিজ্ঞানীদের দ্বারা নিউরোজেন উন্নত দেশের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে জেনেটিক এক্সপার্ট দ্বারা কাউন্সেলিং দিয়ে থাকে।
জেনেটিক কাউন্সেলিং দ্বারা, নিউরোজেনের জেনেটিসিস্ট বা জেনেটিক কাউন্সেলররা একজন পেশেন্ট এর জন্য জেনেটিক টেস্ট ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই বিজ্ঞানভিত্তিক ধারণা দিয়ে থাকেন।
জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে পরিবারে কোনো নির্দিষ্ট রোগ বংশগতভাবে স্থানান্তরিত হবে কি না সেই পরামর্শ দেয়া হয়।
একজন জেনেটিক কাউন্সেলর আপনাকে রোগের ধরণ অনুসারে সঠিক জেনেটিক টেস্টটি নির্বাচন করতে সহযোগিতা করবে এবং কিভাবে এই টেস্ট করানো হয় সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিবে।