আমাদের সম্পর্কে
নিউরোজেনকে বলা হয়ে থাকে বাংলাদেশে জেনেটিক সায়েন্সের উন্নয়ন যাত্রায় অগ্রদূত। বহুমুখী আমাদের কার্যক্রম। আমরা অটিজমে আক্রান্ত শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে বিভিন্ন ধরণের অ্যাসেসমেন্ট, থেরাপি ও জেনেটিক কাউন্সেলিং করে থাকি। সেই সাথে ব্রেস্ট ও ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা এবং লাংস ক্যান্সার কোন জীনের ত্রুটির কারণে হয়ে থাকে তা নির্ধারণ ও নিরাময়ের কাজও করে থাকি। এছাড়াও বিভিন্ন সংক্রামক এবং দুর্লভ অসুখ হবার সম্ভাবনা নির্ণয় এবং তা থেকে প্রতিকারের উপায় নিয়ে গবেষণা করার জন্য বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র জেনেটিক টেস্টিং ল্যাবোরেটরি স্থাপন করেছে নিউরোজেন।
Evidence Based Healthcare
- Genetic Test
- Deep Clinical Assessment
- Behavior Modification
- Speech and Language
- Occupational Therapy
- Physiotherapy