Autism & Neuro-Development Diseases
সিস্টিক ফাইব্রোসিস কি, এর কারণ, কিভাবে হয় এবং লক্ষণসমূহ ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟡সিস্টিক ফাইব্রোসিস কি ?
-সিস্টিক ফাইব্রোসিস একটি বংশগত রোগ যা পাচনতন্ত্র, ফুসফুস এবং দেহের অন্যান্য অঙ্গগুলির গুরুতর ক্ষতি করে।
-এটি ঘাম(sweat), শ্লেষ্মা(mucus) এবং digestive juice উত্পাদনকারী কোষকে প্রভাবিত করে।
🟡সিস্টিক ফাইব্রোসিসের কারণ :
-এই রোগে একটি জিনের ত্রুটি (মিউটেশন) একটি নির্দিষ্ট প্রোটিনকে পরিবর্তন করে দেয়, যা কোষের ভিতরে এবং বাইরে লবণের গতি নিয়ন্ত্রণের জন্য দায়ী।
-জিনটি হলো CFTR জিন।
🟡কিভাবে হয়?
-মিউকাস একধরনের পিচ্ছিল তরল যা আমাদের দেহে উৎপন্ন হয়। এটি আমাদের দেহের বিভিন্ন অঙ্গের নালীসমূহকে আর্দ্র এবং নানা জীবাণু থেকে মুক্ত রাখে।
-এই পরিবর্তিত জিনের কারণে, ঘামের বৃদ্ধি লবণের সাথে পরিপাক, শ্বাসযন্ত্র এবং প্রজনন সিস্টেমে শ্লেষ্মা ঘন ও স্টিকি(sticky) হয়ে যায়।
-এই ঘন শ্লেষ্মা রোগীর শ্বাসনালীতে আটকে গিয়ে নালীকে জ্যাম করে রাখে, ফলে রোগ-জীবাণু বাসা বাধে এবং শুরু হয় শ্বাসতন্ত্রের মারাত্নক সংক্রমণ।
🟡লক্ষণসমূহ:
-জন্মের ২-৩ বছরের মধ্যেই সিস্টিক ফাইব্রোসিসের লক্ষনসমূহ প্রকাশ পেতে শুরু করে। অনেকের বেলায় আরও দেরিতে প্রকাশ পায়।
🟡নবজাতকের ক্ষেত্রেঃ
-দেহের আকার ও ওজন কম হওয়া
-জন্মের ২-৩ দিনের মাঝে মল ত্যাগ না করা
-পেট ফুলে যাওয়া ও অতিরিক্ত কান্নাকাটি করা
-ঘামে লবণের পরিমাণ বেশি থাকা
🟡শিশু-কিশোরদের মধ্যে আরও দেখা যায়ঃ
-ক্রমাগত বাড়তে থাকা কাশি ও শ্বাসকষ্ট
-ঘন কফ বা শ্লেষ্মা
-রক্ত কাশি
-বন্ধ নাক
-জ্বর
-বুকে ব্যথা
-নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস সহ ঘন ঘন ফুসফুসের সংক্রমন
-বয়স অনুযায়ী বৃদ্ধি না হওয়া
-দুর্গন্ধময় ও পরিমানে বেশি মলত্যাগ করা
-কোষ্ঠকাঠিন্য
-অতিরিক্ত গ্যাস উৎপাদন (flatulence)
-ভারী মলত্যাগ বা অন্ত্রের চলাচলে অসুবিধা
-আক্রান্ত পুরুষদের সন্তান দানে অক্ষমতা এই অসুখের আরেকটি ক্ষতিকর প্রভাব
-মহিলাদের ক্ষেত্রেও গর্ভধারণে সমস্যা দেখা যায়
→ নিউরোজেনই সর্বপ্রথম বাংলাদেশে এই সমস্যাগুলির কারণ চিহ্নিত করতে জেনেটিক টেস্ট করে থাকে।
► শিশুর সার্বিক ডায়াগনোসিস ও আধুনিক চিকিৎসার জন্য নিউরোজেন হেল্থকেয়ারের চাইল্ড নিউরোলজিস্ট এর পরামর্শ নিন : 01787662575
Tamannyat Binte Eshaque
B.Sc., M.Sc. in Biotechnology,
BRAC University
Genetic Counselor,
NeuroGen Healthcare Limited
Related Blogs
𝐆𝐆𝐌𝐂 কেস রিপোর্ট: শিশুর Cohen Syndrome —যার একটি করে জেনেটিক ত্রুটি বহন করছিলেন বাবা-মা
🔬𝐆𝐆𝐌𝐂 কেস রিপোর্ট: শিশুর Cohen Syndrome —যার একটি করে জেনেটিক ত্রুটি বহন করছিলেন বাবা-মা একজন ৩.৬ বছর বয়সী ছেলে শিশু, যার বাবা-মা দুজন...
আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য Pre-Marital Genetic Test কেন গুরুত্বপূর্ণ ?
🟥 আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য Pre-Marital Genetic Test কেন গুরুত্বপূর্ণ ? বিয়ে শুধু দুইজন মানুষের মিলন নয়, এটি নতুন পরিবারের ও আগামী...
🧬 Ataxia-Telangiectasia (AT): NeuroGen Healthcare-এ নির্ণয় হওয়া একটি বিরল জেনেটিক রোগ !
🧬 Ataxia-Telangiectasia (AT): NeuroGen Healthcare-এ নির্ণয় হওয়া একটি বিরল জেনেটিক রোগ ! NeuroGen Healthcare-এ নিয়মিতই আমরা এমন কিছু জটিল ও বিরল জেনে...
বাংলাদেশের রেট সিনড্রোম: অটিজম নয়, জিনগত রোগের এক ভিন্ন গল্প !
বাংলাদেশের রেট সিনড্রোম: অটিজম নয়, জিনগত রোগের এক ভিন্ন গল্প ! নিউরোজেন হেলথকেয়ার-এর প্রথম জিন-ভিত্তিক রেট সিনড্রোম গবেষণার অভিজ্ঞতা। ❗ কে...
ডিসলেক্সিয়া হল একটি লার্নিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়ার লক্ষণ, হবার কারণ এবং চিকিৎসা কি ? ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )
ডিসলেক্সিয়াঃ মানুষের মাঝে কয়েক ধরনের লার্নিং জনিত সমস্যা দেখা যায়। যেমন- Dyslexia, Dyscalculia, Dysgraphia, and Dyspraxia। এদের মধ...
নিউরোজেন হেলথকেয়ার অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক মেডিসিন সেন্টার (𝐆𝐆𝐌C)-এর 𝟐𝟎𝟐𝟑 সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।
𝑮𝒆𝒏𝒆𝒕𝒊𝒄 𝑷𝒊𝒐𝒏𝒆𝒆𝒓𝒔 𝑵𝒆𝒖𝒓𝒐𝑮𝒆𝒏 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉𝒄𝒂𝒓𝒆 𝑺𝒉𝒂𝒑𝒊𝒏𝒈 𝑻𝒐𝒎𝒐𝒓𝒓𝒐𝒘'𝒔 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑻𝒐𝒅𝒂𝒚! • নিউরোজেন হেলথকেয়ার, বিশেষ করে এর অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক...