Autism & Neuro-Development Diseases
সিস্টিক ফাইব্রোসিস কি, এর কারণ, কিভাবে হয় এবং লক্ষণসমূহ ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟡সিস্টিক ফাইব্রোসিস কি ?
-সিস্টিক ফাইব্রোসিস একটি বংশগত রোগ যা পাচনতন্ত্র, ফুসফুস এবং দেহের অন্যান্য অঙ্গগুলির গুরুতর ক্ষতি করে।
-এটি ঘাম(sweat), শ্লেষ্মা(mucus) এবং digestive juice উত্পাদনকারী কোষকে প্রভাবিত করে।
🟡সিস্টিক ফাইব্রোসিসের কারণ :
-এই রোগে একটি জিনের ত্রুটি (মিউটেশন) একটি নির্দিষ্ট প্রোটিনকে পরিবর্তন করে দেয়, যা কোষের ভিতরে এবং বাইরে লবণের গতি নিয়ন্ত্রণের জন্য দায়ী।
-জিনটি হলো CFTR জিন।
🟡কিভাবে হয়?
-মিউকাস একধরনের পিচ্ছিল তরল যা আমাদের দেহে উৎপন্ন হয়। এটি আমাদের দেহের বিভিন্ন অঙ্গের নালীসমূহকে আর্দ্র এবং নানা জীবাণু থেকে মুক্ত রাখে।
-এই পরিবর্তিত জিনের কারণে, ঘামের বৃদ্ধি লবণের সাথে পরিপাক, শ্বাসযন্ত্র এবং প্রজনন সিস্টেমে শ্লেষ্মা ঘন ও স্টিকি(sticky) হয়ে যায়।
-এই ঘন শ্লেষ্মা রোগীর শ্বাসনালীতে আটকে গিয়ে নালীকে জ্যাম করে রাখে, ফলে রোগ-জীবাণু বাসা বাধে এবং শুরু হয় শ্বাসতন্ত্রের মারাত্নক সংক্রমণ।
🟡লক্ষণসমূহ:
-জন্মের ২-৩ বছরের মধ্যেই সিস্টিক ফাইব্রোসিসের লক্ষনসমূহ প্রকাশ পেতে শুরু করে। অনেকের বেলায় আরও দেরিতে প্রকাশ পায়।
🟡নবজাতকের ক্ষেত্রেঃ
-দেহের আকার ও ওজন কম হওয়া
-জন্মের ২-৩ দিনের মাঝে মল ত্যাগ না করা
-পেট ফুলে যাওয়া ও অতিরিক্ত কান্নাকাটি করা
-ঘামে লবণের পরিমাণ বেশি থাকা
🟡শিশু-কিশোরদের মধ্যে আরও দেখা যায়ঃ
-ক্রমাগত বাড়তে থাকা কাশি ও শ্বাসকষ্ট
-ঘন কফ বা শ্লেষ্মা
-রক্ত কাশি
-বন্ধ নাক
-জ্বর
-বুকে ব্যথা
-নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস সহ ঘন ঘন ফুসফুসের সংক্রমন
-বয়স অনুযায়ী বৃদ্ধি না হওয়া
-দুর্গন্ধময় ও পরিমানে বেশি মলত্যাগ করা
-কোষ্ঠকাঠিন্য
-অতিরিক্ত গ্যাস উৎপাদন (flatulence)
-ভারী মলত্যাগ বা অন্ত্রের চলাচলে অসুবিধা
-আক্রান্ত পুরুষদের সন্তান দানে অক্ষমতা এই অসুখের আরেকটি ক্ষতিকর প্রভাব
-মহিলাদের ক্ষেত্রেও গর্ভধারণে সমস্যা দেখা যায়
→ নিউরোজেনই সর্বপ্রথম বাংলাদেশে এই সমস্যাগুলির কারণ চিহ্নিত করতে জেনেটিক টেস্ট করে থাকে।
► শিশুর সার্বিক ডায়াগনোসিস ও আধুনিক চিকিৎসার জন্য নিউরোজেন হেল্থকেয়ারের চাইল্ড নিউরোলজিস্ট এর পরামর্শ নিন : 01787662575
Tamannyat Binte Eshaque
B.Sc., M.Sc. in Biotechnology,
BRAC University
Genetic Counselor,
NeuroGen Healthcare Limited
Related Blogs
ডিসলেক্সিয়া হল একটি লার্নিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়ার লক্ষণ, হবার কারণ এবং চিকিৎসা কি ? ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )
ডিসলেক্সিয়াঃ মানুষের মাঝে কয়েক ধরনের লার্নিং জনিত সমস্যা দেখা যায়। যেমন- Dyslexia, Dyscalculia, Dysgraphia, and Dyspraxia। এদের মধ...
নিউরোজেন হেলথকেয়ার অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক মেডিসিন সেন্টার (𝐆𝐆𝐌C)-এর 𝟐𝟎𝟐𝟑 সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।
𝑮𝒆𝒏𝒆𝒕𝒊𝒄 𝑷𝒊𝒐𝒏𝒆𝒆𝒓𝒔 𝑵𝒆𝒖𝒓𝒐𝑮𝒆𝒏 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉𝒄𝒂𝒓𝒆 𝑺𝒉𝒂𝒑𝒊𝒏𝒈 𝑻𝒐𝒎𝒐𝒓𝒓𝒐𝒘'𝒔 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑻𝒐𝒅𝒂𝒚! • নিউরোজেন হেলথকেয়ার, বিশেষ করে এর অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক...
ডিএমডি (DMD) শনাক্তে কয়টি টেস্ট করতে হবে? ডিএমডি ডিলেশন টেস্ট নেগেটিভ হওয়া মানে কি ডিএমডি নেই?
ডিএমডি (DMD) শনাক্তে কয়টি টেস্ট করতে হবে ? ডিএমডি ডিলেশন টেস্ট নেগেটিভ হওয়া মানে কি ডিএমডি নেই ? যারা ডিএমডি জেনেটিক টেস্ট এর রিপোর্ট নিয়ে confused...
জেনেটিকটেস্ট এর বিস্তারিত কোথায় জানবো ? জেনেটিক কাউন্সেলিং কি এবং কিভাবে সাহায্য করে ?
জেনেটিকটেস্ট এর বিস্তারিত কোথায় জানবো ?জেনেটিক কাউন্সেলিং কি এবং কিভাবে সাহায্য করে ? ১। প্রথমত, আমরা জানি জেনেটিক রোগ গুলো হয় খুবই জটিল। একট...
'বাংলাদেশে ডুসেন মাস্কুলার ডিস্ট্রোফি (DMD) ও অন্যান্য পেশিজনিত জেনেটিক রোগের মিউটেশনাল স্পেকট্রাম নির্ণয় ও লক্ষণ পর্যালোচনা'
"Mutational spectrum and phenotypic variability of Duchenne Muscular Dystrophy and related disorders in a Bangladeshi population" টাইটেল: 'বাংলাদেশে...
‘Mutational spectrum and phenotypic variability of Duchenne muscular dystrophy and related disorders in a Bangladeshi population’
Our recent work on DMD titled: ‘Mutational spectrum and phenotypic variability of Duchenne muscular dystrophy and related disorders in a Banglad...