
Autism & Neuro-Development Diseases
সিস্টিক ফাইব্রোসিস কি, এর কারণ, কিভাবে হয় এবং লক্ষণসমূহ ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟡সিস্টিক ফাইব্রোসিস কি ?
-সিস্টিক ফাইব্রোসিস একটি বংশগত রোগ যা পাচনতন্ত্র, ফুসফুস এবং দেহের অন্যান্য অঙ্গগুলির গুরুতর ক্ষতি করে।
-এটি ঘাম(sweat), শ্লেষ্মা(mucus) এবং digestive juice উত্পাদনকারী কোষকে প্রভাবিত করে।
🟡সিস্টিক ফাইব্রোসিসের কারণ :
-এই রোগে একটি জিনের ত্রুটি (মিউটেশন) একটি নির্দিষ্ট প্রোটিনকে পরিবর্তন করে দেয়, যা কোষের ভিতরে এবং বাইরে লবণের গতি নিয়ন্ত্রণের জন্য দায়ী।
-জিনটি হলো CFTR জিন।
🟡কিভাবে হয়?
-মিউকাস একধরনের পিচ্ছিল তরল যা আমাদের দেহে উৎপন্ন হয়। এটি আমাদের দেহের বিভিন্ন অঙ্গের নালীসমূহকে আর্দ্র এবং নানা জীবাণু থেকে মুক্ত রাখে।
-এই পরিবর্তিত জিনের কারণে, ঘামের বৃদ্ধি লবণের সাথে পরিপাক, শ্বাসযন্ত্র এবং প্রজনন সিস্টেমে শ্লেষ্মা ঘন ও স্টিকি(sticky) হয়ে যায়।
-এই ঘন শ্লেষ্মা রোগীর শ্বাসনালীতে আটকে গিয়ে নালীকে জ্যাম করে রাখে, ফলে রোগ-জীবাণু বাসা বাধে এবং শুরু হয় শ্বাসতন্ত্রের মারাত্নক সংক্রমণ।
🟡লক্ষণসমূহ:
-জন্মের ২-৩ বছরের মধ্যেই সিস্টিক ফাইব্রোসিসের লক্ষনসমূহ প্রকাশ পেতে শুরু করে। অনেকের বেলায় আরও দেরিতে প্রকাশ পায়।
🟡নবজাতকের ক্ষেত্রেঃ
-দেহের আকার ও ওজন কম হওয়া
-জন্মের ২-৩ দিনের মাঝে মল ত্যাগ না করা
-পেট ফুলে যাওয়া ও অতিরিক্ত কান্নাকাটি করা
-ঘামে লবণের পরিমাণ বেশি থাকা
🟡শিশু-কিশোরদের মধ্যে আরও দেখা যায়ঃ
-ক্রমাগত বাড়তে থাকা কাশি ও শ্বাসকষ্ট
-ঘন কফ বা শ্লেষ্মা
-রক্ত কাশি
-বন্ধ নাক
-জ্বর
-বুকে ব্যথা
-নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস সহ ঘন ঘন ফুসফুসের সংক্রমন
-বয়স অনুযায়ী বৃদ্ধি না হওয়া
-দুর্গন্ধময় ও পরিমানে বেশি মলত্যাগ করা
-কোষ্ঠকাঠিন্য
-অতিরিক্ত গ্যাস উৎপাদন (flatulence)
-ভারী মলত্যাগ বা অন্ত্রের চলাচলে অসুবিধা
-আক্রান্ত পুরুষদের সন্তান দানে অক্ষমতা এই অসুখের আরেকটি ক্ষতিকর প্রভাব
-মহিলাদের ক্ষেত্রেও গর্ভধারণে সমস্যা দেখা যায়
→ নিউরোজেনই সর্বপ্রথম বাংলাদেশে এই সমস্যাগুলির কারণ চিহ্নিত করতে জেনেটিক টেস্ট করে থাকে।
► শিশুর সার্বিক ডায়াগনোসিস ও আধুনিক চিকিৎসার জন্য নিউরোজেন হেল্থকেয়ারের চাইল্ড নিউরোলজিস্ট এর পরামর্শ নিন : 01787662575
Tamannyat Binte Eshaque
B.Sc., M.Sc. in Biotechnology,
BRAC University
Genetic Counselor,
NeuroGen Healthcare Limited
Related Blogs

ইকথায়োসিস (Ichthyosis) কাকে বলে ? ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟥বাংলাদেশে বর্তমানে Congenital Ichthyosis (ইকথায়োসিস) এ আক্রান্ত বেশ কিছু পরিবার দেখা যাচ্ছে যেখানে একই পরিবারে একের অধিক শিশুর এই রোগ রয়েছে। মা...

জেনেটিক টেস্ট কি ও কেন করা হয় ? ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟥জেনেটিক টেস্ট কি ? অনেকেই ভাবেন যে, সন্তানের সমস্যাগুলো কার কাছ থেকে আসছে সেটা জানার জন্যই হয়তো জেনেটিক টেস্টটি করা হয়। আসলেই কি তাই ? আমাদ...

অটিজম এর কারণ,অটিজম এর লক্ষন সমূহ এবং চিকিৎসা- Shamima Akhter ( Clinical Occupational Therapist )
অটিজম আজ শুধু সারা পৃথিবীতেই নয় আমাদের দেশেও বহুল আলোচিত একটি শব্দ। তবে আমাদের অনেকেরই এই শব্দ টি জানা থাকলেও প্রকৃত ভাবে এই শব্দটি কেন বহুল আলোচিত ত...

সন্তানদের যৌন আচারণ/কথাবার্তা/খারাপ ভাষার ব্যবহার এবং পিতামাতার দুঃচিন্তা ও করণীয়: Md.Ashadujjaman Mondol
► সন্তানদের যৌন আচারণ/কথাবার্তা/খারাপ ভাষার ব্যবহার এবং পিতামাতার দুঃচিন্তা ও করণীয়: একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই শিশুটি একটি পরিবারে...

অটিজম সেন্সরি সমস্যা ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )
অটিজম বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তার মধ্যে অন্যতম দুই ধরনের সেন্সরি সমস্যা নিয়ে আলোচনা করব। Sign of oral input dysfunction Sig...

শিশু খাবার খেতে চায় না ? খেয়াল করুন কিছু বিষয়- ( নাঈমা রুবী, ডায়েটিশিয়ান )
🟥শিশু খাবার খেতে চায় না? খেয়াল করুন কিছু বিষয় । শিশুর খাবারের সময়কে আনন্দদায়ক, সহজ এবং আকর্ষণীয় করুন ।আনন্দদায়ক খাবারের সময় অল্পবয়সী শি...