Autism & Neuro-Development Diseases
অটিস্টিক শিশু এর বাবা-মাদের যে বিষয়গুলো জানা থাকা আবশ্যক
প্রতিটি শিশুর বাবা-মা’র জেনে রাখা উচিত অটিজম স্পেকট্রাম ডিসর্ডার (এএসডি) কি এবং কিসের জন্য খেয়াল রাখা উচিত।
অটিজম কী?
আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশন নির্দেশিকা অনুযায়ী, অটিজম এর কারণে সাধারণত অন্যদের সাথে যোগাযোগের অসুবিধা হয়। সাধারণ কথোপকথনে তাদের উপযুক্তভাবে বুঝতে অসুবিধা হয় আর সঠিকভাবে উত্তর দিতে পারে না। এছাড়াও কথোপকথনে তারা দৃষ্টি সংযোগ রাখতে পারে না আর অন্যের ইশারা-ইঙ্গিত বুঝতে সমস্যা বোধ করে। এজন্য সমবয়সীদের সাথে অনেক শিশুদের বন্ধু মানাতে কঠিন হয়ে উঠে আর তাই তাদের থেকে ছোট বা বড়দের সান্নিধ্য পছন্দ। এছাড়াও নিজেদেরকে নির্বিঘ্ন রাখতে তারা কিছু গঠনগত রুটিনের উপর নির্ভরশীল হয়। যেকোনো ধরণের পরিবর্তন তাদের তীব্র যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে। অনেকেরই কম বা বেশি অনুভূতি আছে যার কারণে সাধারণ বিষয়ে তাদের সেন্সরি অভিজ্ঞতা অন্যদের থেকে তীব্র হয়। উজ্জ্বল আলো, উচ্চ শব্দ, জামাকাপড়ের ট্যাগ, নতুন কোন গন্ধ তাদের জন্য বিব্রতকর হয়ে উঠে। এই ধরণের শিশুরা কখনো নিজেরা দুলতে থাকে বা হাত-পা ছোড়াছুড়ি করে, যা তাদের কিছুটা মানসিক প্রশান্তি দেয়, আর এসময় তাদের মনে হয় যেন তারা নিজেদের দুনিয়ায় মত্ত থাকে।
স্পেকট্রাম কী?
স্পেকট্রাম হল একটি পরিসর মাত্র । অটিজম স্পেকট্রামে থাকা যেকোনো ব্যাক্তির বিভিন্ন ধরণের উপসর্গ দেখা দিতে পারে। এদের মধ্যে কেউ কেউ আছে যাদের কোন ধরণের বাক-সমস্যা নেই কিন্তু সামাজিক সমাবেশ কোন ধরণের পরিবর্তনে তারা ব্যাপক বিব্রতবোধ করে আর তাদের আগ্রহে সঙ্কীর্ণতা আছে।
আবার, অন্যদিকে এমনও আছে, যারা যেকোনো ব্যাপারে অত্যন্ত অসহায় থাকে এবং প্রায়শ অনধিগম্য হয়। তাদের সাধারণত জ্ঞানীয় অক্ষমতাও থাকে।
অটিজমের বিভিন্ন সুত্রঃ
ন্যাশনাল ইন্সিটিউট অফ চাইল্ড হেল্থ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট(NICHD) আপনার শিশুর অটিজম নির্ণয়ের জন্য পাঁচটি সম্ভব নির্ণায়ক দিয়েছে।
- আপনার শিশু ১২ মাসের মধ্যে কোন শব্দ বা ধ্বনি না করে।
- আপনার শিশু ১২ মাসের মধ্যে কোন কিছুর দিকে আঙ্গুল দেখায় না, হাত বাড়ায় না বা ধরে
- আপনার শিশু ১৬ মাসের মধ্যে একটিও শব্দ করে না।
- আপনার শিশু ২৪ মাসের মধ্যে নিজে থেকে দুই শব্দের কোন বাক্য না বলে।
- যেকোনো সময়ে আপনার শিশু সকল ভাষা দক্ষতা হারিয়ে ফেলে।
অন্য নির্ণায়কের মধ্যে আছে:
- আপনার শিশু কোন ধরণের দৃষ্টি সংযোগ করে না।
- আপানার সন্তান আপনার কোন ইঙ্গিতে সাড়া দেয় না।
- সমবয়সী বাচ্চাদের সাথে আপনার সন্তান কোন খেলা করতে চায় না।
- আপনার সন্তান নিজে নিজে খেলতে চায় না।
- আপনার সন্তান কোন একটি বিষয় বা নির্দিষ্ট জিনিষের উপর সবসময় মনোযোগ দিয়ে রাখে।
যদিও এই বিষয়গুলো বাচ্চাদের এক বছর বয়স হওয়ার আগেই দেখা যায়, ১৮ মাস বা দুই বছর বয়সে এই লক্ষণ দেখা অস্বাভাবিক।
অটিস্টিক শিশু এর চিকিৎসা
এই মুহূর্তে এএসডি এর কোন ঔষধ বা চিকিৎসা নেই কিন্তু গবেষণা থেকে দেখা গেছে যে, হাতে সময় থাকতে কিছু হস্তক্ষেপ করা হলে তা ভবিষ্যতে সুপ্রভাব রাখতে পারে। একটি শিশুর মানসিক বৃদ্ধির জন্য ৩ বছর বয়সের আগে এই হস্তক্ষেপের মাধ্যমে তার জীবনে আর ভালো প্রভাব ফেলবে। নিউরোজেনে এই থেরাপি সার্ভিসগুলো দিয়ে থাকে, যার মাধ্যমে একটি শিশু স্বাভাবিক কথোপকথনে সহায়তা করে। কিছু বাচ্চারা এর মাধ্যমে এত উপকৃত হয় যে তাদের মধ্যে থেকে বাক-সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যায়; অন্যদের ব্যাপক উন্নতি হয়।
কল দিবেন যাদের
প্রথম জানাতে হবে পিডিয়াট্রিশানকে। আপনার সকল উদ্বেগ ও কথার ব্যাপারে জানান এবং একটি মূল্যায়নের জন্য বা একটি উপযুক্ত মূল্যায়ন দল রেফারেলের জন্য জিজ্ঞেস করুন। আপনার সন্তান ৩ বছরের নিচে হলে নিকটস্থ Early Intervention center এর সাথে বা আপনার শহরের স্কুল সিস্টেমের মাধ্যমে কী সাহায্য পেতে পারেন তার ব্যাপারে যোগাযোগ করুন নিউরোজেন এর সাথে।
সঠিক টেস্ট, চিকিৎসা, থেরাপি এবং কাউন্সেলিং এর মাধ্যমে শিশুদের ৯০ থেকে ৯৫ ভাগ জীবন আচরণ স্বাভাবিক গন্ডির মধ্যে নিয়ে আসা সম্ভব। বর্তমানে দেশের অনেক শিশুই অটিস্টিক হওয়া সত্তেও স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে চলতে সক্ষম হচ্ছে। এই জন্য আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে নিউরোজেন। আমাদের আছে দেশের সেরা থেরাপিস্ট, জেনেটিক এক্সপার্ট এবং কাউন্সিলর। তারা আপনার শিশুর সুচিকিৎসা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
Related Blogs
ডিসলেক্সিয়া হল একটি লার্নিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়ার লক্ষণ, হবার কারণ এবং চিকিৎসা কি ? ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )
ডিসলেক্সিয়াঃ মানুষের মাঝে কয়েক ধরনের লার্নিং জনিত সমস্যা দেখা যায়। যেমন- Dyslexia, Dyscalculia, Dysgraphia, and Dyspraxia। এদের মধ...
নিউরোজেন হেলথকেয়ার অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক মেডিসিন সেন্টার (𝐆𝐆𝐌C)-এর 𝟐𝟎𝟐𝟑 সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।
𝑮𝒆𝒏𝒆𝒕𝒊𝒄 𝑷𝒊𝒐𝒏𝒆𝒆𝒓𝒔 𝑵𝒆𝒖𝒓𝒐𝑮𝒆𝒏 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉𝒄𝒂𝒓𝒆 𝑺𝒉𝒂𝒑𝒊𝒏𝒈 𝑻𝒐𝒎𝒐𝒓𝒓𝒐𝒘'𝒔 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑻𝒐𝒅𝒂𝒚! • নিউরোজেন হেলথকেয়ার, বিশেষ করে এর অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক...
ডিএমডি (DMD) শনাক্তে কয়টি টেস্ট করতে হবে? ডিএমডি ডিলেশন টেস্ট নেগেটিভ হওয়া মানে কি ডিএমডি নেই?
ডিএমডি (DMD) শনাক্তে কয়টি টেস্ট করতে হবে ? ডিএমডি ডিলেশন টেস্ট নেগেটিভ হওয়া মানে কি ডিএমডি নেই ? যারা ডিএমডি জেনেটিক টেস্ট এর রিপোর্ট নিয়ে confused...
জেনেটিকটেস্ট এর বিস্তারিত কোথায় জানবো ? জেনেটিক কাউন্সেলিং কি এবং কিভাবে সাহায্য করে ?
জেনেটিকটেস্ট এর বিস্তারিত কোথায় জানবো ?জেনেটিক কাউন্সেলিং কি এবং কিভাবে সাহায্য করে ? ১। প্রথমত, আমরা জানি জেনেটিক রোগ গুলো হয় খুবই জটিল। একট...
'বাংলাদেশে ডুসেন মাস্কুলার ডিস্ট্রোফি (DMD) ও অন্যান্য পেশিজনিত জেনেটিক রোগের মিউটেশনাল স্পেকট্রাম নির্ণয় ও লক্ষণ পর্যালোচনা'
"Mutational spectrum and phenotypic variability of Duchenne Muscular Dystrophy and related disorders in a Bangladeshi population" টাইটেল: 'বাংলাদেশে...
‘Mutational spectrum and phenotypic variability of Duchenne muscular dystrophy and related disorders in a Bangladeshi population’
Our recent work on DMD titled: ‘Mutational spectrum and phenotypic variability of Duchenne muscular dystrophy and related disorders in a Banglad...