Autism & Neuro-Development Diseases

অটিজম এর কারণ,অটিজম এর লক্ষন সমূহ এবং চিকিৎসা- Shamima Akhter ( Clinical Occupational Therapist )

NeuroGen

NeuroGen

18 Sep 2022

অটিজম আজ শুধু সারা পৃথিবীতেই নয় আমাদের দেশেও বহুল আলোচিত একটি শব্দ। তবে আমাদের অনেকেরই এই শব্দ টি জানা থাকলেও প্রকৃত ভাবে এই শব্দটি কেন বহুল আলোচিত তা সম্পর্কে ধারণা নেই। আজকে অটিজমের ক্ষেত্রে আমাদের সাধারণ ভাবে যা সকলেরই জানা দরকার তাই আলোচনা করব।

অটিজম একটি মানসিক বিকাশ গত সমস্যা যা সাধারনত জন্মের পর প্রথম তিন বছরের মধ্যে হয়ে থাকে। এই সমস্যার দরুন মস্তিস্কের সামাজিক বিকাশ ও সামাজিক যোগাযোগ যেমন কথা বলা, ভাব বিনিময় করার ক্ষমতা বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়।

🟥 অটিজম এর কারণঃ

এখন পর্যন্ত এই সমস্যার কোন সরাসরি কারণ খুঁজে পাওয়া যায়নি। সারা পৃথিবীতেই এই সমস্যার কারণ জানার জন্য গবেষণা অব্যাহত রয়েছে। তবে মোটামুটি ভাবে কিছু বিষয়ের সমন্বয়ে অটিজম ঘটে থাকে বলে বিজ্ঞানিরা ধারণা করে থাকেন। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনেটিক ৷ এ ছাড়াও আরও কিছু বিষয় কে সন্দেহ করা হয় অটিজম এর জন্য, এগুল হল গরভাবস্থায় খাদ্যাভ্যাস, বাচ্চার অন্ত্রের পরিবর্তনগত সমস্যা, মার্কারির (পারদ) বিষক্রিয়া, বাচ্চার ভিটামিন ও খনিজ পদার্থ পরিপাক করতে না পারা, টীকা এর প্রতিক্রিয়া ইত্যাদি।

🟥 অটিজম এর লক্ষন সমূহঃ

সাধারনত ১৮ মাস থেকে ২ বছর বয়স এর মধ্যে মা বাবা বাচ্চার আচরণে অস্বাভাবিকতা বা সাধারনের চেয়ে ভিন্ন বলে ধরতে পারেন। এর মধ্যে রয়েছে অন্য একই বয়সের বাচ্চা দের চেয়ে খেলার আগ্রহে ভিন্নতা, সামাজিক মেলামেশা যেমন কথা বার্তা বলা বা আকার ইংগিতের মাধ্যমে ভাব প্রকাশ করার ভিন্নতা ইত্যাদি। কিছু কিছু বাচ্চা আবার ১ থেকে ২ বছর বয়স পর্যন্ত খেলাধুলা কথা বার্তা সবি ঠিক থাকে কিন্তু হটাত করে কথা বার্তা ও সামাজিক মেলামেশা বন্ধ করে দেয়।

অটিজম এ আক্রান্ত বাচ্চাদের কেউ কেউ বেশিরভাগ সময় শব্দ, গন্ধ, স্পর্শ ইত্যাদি তে বেশি সংবেদনশীল থাকে। অটিস্টিক বাচ্চারা তাদের রুটিন মাফিক কাজে ব্যঘাত ঘটলে রেগে যায়। তাদের বিভিন্ন জিনিস এর প্রতি অতি দুর্বলতা দেখা যায়। অনেক সময় তারা একই শারীরিক ভঙ্গি বা অঙ্গ সঞ্চালন বার বার করতে থাকে।

ভাব বিনিময় বা যোগাযোগের সমস্যা এবং অনেক সময় তারা কথা বলার পরিবর্তে আকার ইঙ্গিতে বুঝাতে চায়। অনেকেই অনেক দেরি করে কথা বলে আবার অনেকে একেবারেই কথা বলতে পারে না। যারা কথা বলতে পারে তারা অনেক সময় একি কথা, শব্দ, পছন্দের টিভি বিজ্ঞাপনের কথা বা গান বার বার বলতে থাকে।

🟥 সাইন টেস্টঃ

সকল বাচ্চাকে উচিৎ নিয়মিত বিরতিতে পেডিয়াট্রিক বিশেষজ্ঞ, নিউরো রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ অথবা অকুপেশনাল থেরাপিস্ট কে দেখানো যাতে বাচ্চার যে বয়সে যা যা করা উচিৎ সেই বয়সে তাই করছে কিনা, শারীরিক ও মানসিক বিকাশে কোন সমস্যা আছে কিনা তা জানা যায়। যদি দেখেন আপনার বাচ্চা নিচের কাজ গুলো করছে না তাহলে আপনার উচিৎ হবে বিশেষজ্ঞের সাথে দেখা করে নিশ্চিত হয়ে নেয়াঃ

  • বার মাস বয়সের মধ্যে মুখ দিয়ে বিভিন্ন শব্দ যেমন বু বু, মা মা ইত্যাদি শব্দ করা
  • বার মাস বয়সের মধ্যে হাত দিয়ে বিভিন্ন দিকে নির্দেশ করা, টাটা করা ইত্যাদি
  • ষোল মাস বয়সের মধ্যে অন্তত একটি করে অর্থবোধক শব্দ বলা
  • চব্বিশ মাস বয়সের মধ্যে অন্তত দুটি অর্থবোধক শব্দ একসাথে বলা

এছাড়া যে কোন বয়সে যদি বাচ্চা কথা বলা বা সামাজিক মেলামেশা বন্ধ করে দেয়, তাহলে সাথে সাথে বাচ্চাকে বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে।

🟥 চিকিৎসাঃ

অনেক ক্ষেত্রে অটিজম বাচ্চাদের চিকিৎসায় ভাল ফল পাওয়া যায় যদি তা দ্রুত সম্ভব নির্ণয় করা যায়। এই চিকিৎসা হচ্ছে একটি সম্বন্নিত চিকিৎসা যা পেডিয়াট্রিক বিশেষজ্ঞ, নিউরো রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং ক্ষেত্র বিশেষে ফিজিওথেরাপিস্ট এর সহযোগিতায় প্রতিটি অটিস্টিক বাচ্চার জন্য আলাদা আলাদা ভাবে ডিজাইন করা হয়।

মনে রাখবেন, অটিজম বাচ্চাদের কোন ‘মিরাকল চিকিৎসা’ নেই। পরিবার, আত্মীয়পরিজন, সমাজ, শিক্ষক শিক্ষিকা, চিকিৎসক সহ সকলের সম্বন্নিত সাহায্য সহযোগিতায় একটি অটিস্টিক শিশুর জীবন হয়ে উঠতে পারে আনন্দময় ও অর্থবহুল।

 

- Shamima Akhter

B.Sc. in Occupational Therapy

CRP (DU), MDS (JU)

Advance Training on Standardize Assessment in Occupational

Therapy for the Children with Special Needs, Singapore

Clinical Occupational Therapist at

Neurogen Healthcare Limited

 

 

Related Blogs

জেনেটিক টেস্ট কি ও কেন করা হয় ? ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )

জেনেটিক টেস্ট কি ও কেন করা হয় ? ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )

0.33 Min

🟥জেনেটিক টেস্ট কি ?   অনেকেই ভাবেন যে, সন্তানের সমস্যাগুলো কার কাছ থেকে আসছে সেটা জানার জন্যই হয়তো জেনেটিক টেস্টটি করা হয়। আসলেই কি তাই ? আমাদ...

সিস্টিক ফাইব্রোসিস কি, এর কারণ, কিভাবে হয়  এবং লক্ষণসমূহ  ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )

সিস্টিক ফাইব্রোসিস কি, এর কারণ, কিভাবে হয় এবং লক্ষণসমূহ ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )

0.36 Min

🟡সিস্টিক ফাইব্রোসিস কি ?   -সিস্টিক ফাইব্রোসিস একটি বংশগত রোগ যা পাচনতন্ত্র, ফুসফুস এবং দেহের অন্যান্য অঙ্গগুলির গুরুতর ক্ষতি করে। -এটি ঘাম(sw...

সন্তানদের যৌন আচারণ/কথাবার্তা/খারাপ ভাষার ব্যবহার এবং পিতামাতার দুঃচিন্তা ও করণীয়: Md.Ashadujjaman Mondol

সন্তানদের যৌন আচারণ/কথাবার্তা/খারাপ ভাষার ব্যবহার এবং পিতামাতার দুঃচিন্তা ও করণীয়: Md.Ashadujjaman Mondol

1.63 Min

► সন্তানদের যৌন আচারণ/কথাবার্তা/খারাপ ভাষার ব্যবহার এবং পিতামাতার দুঃচিন্তা ও করণীয়:   একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই শিশুটি একটি পরিবারে...

অটিজম সেন্সরি সমস্যা ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )

অটিজম সেন্সরি সমস্যা ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )

0.27 Min

অটিজম বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তার মধ্যে অন্যতম দুই ধরনের সেন্সরি সমস্যা নিয়ে আলোচনা করব।   Sign of oral input dysfunction Sig...

শিশু খাবার খেতে চায় না ? খেয়াল করুন কিছু বিষয়- ( নাঈমা রুবী, ডায়েটিশিয়ান )

শিশু খাবার খেতে চায় না ? খেয়াল করুন কিছু বিষয়- ( নাঈমা রুবী, ডায়েটিশিয়ান )

0.01 Min

🟥শিশু খাবার খেতে চায় না? খেয়াল করুন কিছু বিষয় ।   শিশুর খাবারের সময়কে আনন্দদায়ক, সহজ এবং আকর্ষণীয় করুন ।আনন্দদায়ক খাবারের সময় অল্পবয়সী শি...

অটিজম ডায়াগনোসিস এবং পিতা-মাতার অস্বীকার করা ( Ashadujjaman Mondol - Assistant Clinical Psychologist)

অটিজম ডায়াগনোসিস এবং পিতা-মাতার অস্বীকার করা ( Ashadujjaman Mondol - Assistant Clinical Psychologist)

0.65 Min

অটিজম ডায়াগনোসিস এবং পিতা-মাতার অস্বীকার করা:   শিশুর অটিজম থাকার পরেও বা ডায়াগনসিস হবার পরেও বাবা-মা সেটা অস্বীকার করে বা তাদের শিশুর যে অট...