
Autism & Neuro-Development Diseases
নিউরোজেন – আপনার শিশুর অটিজম চিকিৎসা তে সবচেয়ে নির্ভরযোগ্য নাম
অটিজম নির্ণয় এবং অটিস্টিক শিশুর চিকিৎসায় নিউরোজেন বাংলাদেশে সবচেয়ে সেরা সার্ভিস দিয়ে থাকে। আমাদের আছে উন্নত প্রযুক্তি ও দক্ষ অটিজম স্পেশালিস্ট যারা আপনার শিশুকে সর্বোত্তম সেবা প্রদানে সক্ষম। এক নজরে দেখে নিন আমরা যে সকল সার্ভিস দিয়ে থাকিঃ
অটিজম ও এর প্রভাব সম্পর্কে জানা
সন্তানের অটিজম সম্বন্ধে বাবা-মা নিউরোজেনের মাধ্যমে জানতে পারবেন। কোন সন্তান যদি অটিজন স্পেক্ট্রাম ডিজওর্ডারে আক্রান্ত হয় তবে সেই ব্যাপারে বাবা-মাকে বিজ্ঞানসম্মত তথ্য দেয় নিউরোজেন। তারা তখন অটিজম এবং পরিবারে এর প্রভাব সম্বন্ধে জানতে পারেন।
অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত সন্তানকে বেড়ে তোলার জন্য প্রয়োজনীয় কৌশল শিক্ষা দেওয়া – অটিজম আক্রান্ত শিশুর চিকিতসার জন্য প্রয়োজনীয় সেবা ও কৌশল সরবরাহ করে নিউরোজেন। শিশুদের জন্য আলাদা আলাদা থেরাপি সেশানেরও ব্যবস্থা রয়েছে নিউরোজেনে।
বাবা-মাকে প্রয়োজনীয় সমর্থন প্রদান ও আলাদা হয়ে থাকা থেকে রখা করা – যেসব বাবা-মা এর সন্তানেরা অটিজমে আক্রান্ত সেসব বাবা মা’রা যাতে মানসিক সহায়তা ও সমর্থন পেয়ে থাকে সে বিষয়ে সাহায্য করে থাকে নিউরোজেন। তাই বাবা-মা’রা সবসময় আমাদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা পেয়ে থাকেন।
চিকিৎসার দরুন নেতিবাচক প্রভাব হ্রাস – আমরা বিহেভিয়ার থেরাপি ও কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মত বেশ কিছু ব্যবস্থা রেখেছি যা অটিজম চিকিৎসার দরুন নেতিবাচক প্রভাব হ্রাসে সহায়তা করে।
অটিজম আক্রান্ত শিশু ও তাঁর পরিবারের জন্য একটা ইতিবাচক ভবিষ্যৎ গড়ে তোলা – আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত শিশু ও তাঁর পরিবারের জন্য ইতিবাচক ভবিষ্যৎ, সঠিক ভবিষ্যৎবাণী, বিশেষজ্ঞ কর্তৃক আদর্শ গাইডলাইনের ব্যবস্থা করে থাকি।
অটিজম আক্রান্ত শিশুর পরিবারের জন্য নিউরোজেন কি কি সেবা দিয়ে থাকে?
আমরা অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার আক্রান্ত শিশু ও তাঁর পরিবারের জন্য বিভিন্ন সেবা প্রদান করে থাকি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা আলাদা। প্রত্যেকের নিজস্ব শক্তির দিক ও দুর্বলতা আছে। আমরা তাই চিকিৎসা করার পাশাপাশি এসব মূল্যায়ন করে থাকি।
মূল্যায়ন ও চিকিৎসা
আমাদের বিভিন্ন প্রক্রিয়া ও সরঞ্জামাদির মাধ্যমে আমরা প্রকৃত মূল্যায়ন ও চিকিৎসা করে থাকি। আমরা যেসব প্রক্রিয়া ব্যবহার করে থাকি –
- কাঠামোগত ক্লিনিক্যাল ইন্টারভিউ
- ডায়াগনোস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিজওর্ডার, পঞ্চম এডিশান (আইসিডি ১০) ক্রাইটেরিয়া ফর পারভেসিভ ডেভালপমেন্টাল ডিজঅর্ডার ও অটিজম
- অটিজম ডায়াগনস্টিক অবজারভেশনাল স্কেডিউল, দ্বিতীয় এডিশান (ADOS 2) অরিজিনাল কিট
- ওয়েচস্লার অ্যাব্রিভিয়েটেড স্কেল অফ ইন্টেলিজেন্স (WASI) ও ওয়েচস্লার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, তৃতীয় এডিশান (WISC – III)
ব্যবস্থাপনা/থেরাপি
প্রত্যেকের শক্তি, দুর্বলতা, কৌশল ইত্যাদির উপর নির্ভর করে আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা সহায়তার পরিকল্পনা করে থাকি। আমাদের লক্ষ্য হল অটিজমে আক্রান্ত শিশু ও তাঁর পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করা। আমাদের ব্যবস্থাপনাগুলোর মধ্যে রয়েছে –
- বিহেভিওর থেরাপি
- কগনিটিভ বিহেভিওর থেরাপি
- ভাষা ও কথোপকথন থেরাপি
- সামাজিক দক্ষতা থেরাপি
- অভিভাবকত্বের প্রশিক্ষণ
- দলগত থেরাপি
- পরিবার ও যুগল থেরাপি
অটিজম চিকিৎসা এর জন্য কোথায় যাবেন?
সঠিক টেস্ট, চিকিৎসা, থেরাপি এবং কাউন্সেলিং এর মাধ্যমে শিশুদের ৯০ থেকে ৯৫ ভাগ জীবন আচরণ স্বাভাবিক গন্ডির মধ্যে নিয়ে আসা সম্ভব। বর্তমানে দেশের অনেক শিশুই অটিস্টিক হওয়া সত্তেও স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে চলতে সক্ষম হচ্ছে। এই জন্য আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে নিউরোজেন। আমাদের আছে দেশের সেরা থেরাপিস্ট, জেনেটিক এক্সপার্ট এবং কাউন্সিলর। তারা আপনার শিশুর সুচিকিৎসা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
Related Blogs

জেনেটিক টেস্ট কি ও কেন করা হয় ? ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟥জেনেটিক টেস্ট কি ? অনেকেই ভাবেন যে, সন্তানের সমস্যাগুলো কার কাছ থেকে আসছে সেটা জানার জন্যই হয়তো জেনেটিক টেস্টটি করা হয়। আসলেই কি তাই ? আমাদ...

সিস্টিক ফাইব্রোসিস কি, এর কারণ, কিভাবে হয় এবং লক্ষণসমূহ ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )
🟡সিস্টিক ফাইব্রোসিস কি ? -সিস্টিক ফাইব্রোসিস একটি বংশগত রোগ যা পাচনতন্ত্র, ফুসফুস এবং দেহের অন্যান্য অঙ্গগুলির গুরুতর ক্ষতি করে। -এটি ঘাম(sw...

অটিজম এর কারণ,অটিজম এর লক্ষন সমূহ এবং চিকিৎসা- Shamima Akhter ( Clinical Occupational Therapist )
অটিজম আজ শুধু সারা পৃথিবীতেই নয় আমাদের দেশেও বহুল আলোচিত একটি শব্দ। তবে আমাদের অনেকেরই এই শব্দ টি জানা থাকলেও প্রকৃত ভাবে এই শব্দটি কেন বহুল আলোচিত ত...

সন্তানদের যৌন আচারণ/কথাবার্তা/খারাপ ভাষার ব্যবহার এবং পিতামাতার দুঃচিন্তা ও করণীয়: Md.Ashadujjaman Mondol
► সন্তানদের যৌন আচারণ/কথাবার্তা/খারাপ ভাষার ব্যবহার এবং পিতামাতার দুঃচিন্তা ও করণীয়: একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই শিশুটি একটি পরিবারে...

অটিজম সেন্সরি সমস্যা ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )
অটিজম বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তার মধ্যে অন্যতম দুই ধরনের সেন্সরি সমস্যা নিয়ে আলোচনা করব। Sign of oral input dysfunction Sig...

শিশু খাবার খেতে চায় না ? খেয়াল করুন কিছু বিষয়- ( নাঈমা রুবী, ডায়েটিশিয়ান )
🟥শিশু খাবার খেতে চায় না? খেয়াল করুন কিছু বিষয় । শিশুর খাবারের সময়কে আনন্দদায়ক, সহজ এবং আকর্ষণীয় করুন ।আনন্দদায়ক খাবারের সময় অল্পবয়সী শি...