Speech and Language Therapy
শিশুর মানসিক বিকাশের মধ্যে বিশেষ করে কথা বলার ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ের পূর্বেই অথবা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা এবং বংশগতি বা জেনেটিক কোন ত্রুটির কারণে শিশুর ভাষার দক্ষতা অর্জনে বিলম্ব হতে পারে।
► সাধারণ নিয়ম অনুযায়ী শিশুর ১ বছর বয়সের মধ্যে শিশু একটি শব্দ বলা শেখে। ১৮ থেকে ২ বছর বয়সের মধ্যে ২ টি শব্দের সমন্বয়ে কথা বলে এবং ৩ বছর বয়সের আগেই ৩ শব্দের বাক্য বলতে পারে। যদিও ১৮ মাস বয়সেই অনেকে ৫০ থেকে ১০০ টা শব্দ বলতে পারে যার বেশিরভাগই বোঝা যায় না। অঙ্গভঙ্গি ও নির্দেশনা অনুসরণ করতে পারলেই বোঝা যায় যে শিশুর এগুলো বোঝার ক্ষমতা তৈরি হয়েছে এবং সে যোগাযোগ করতে পারছে।
► মানসিক বিকাশ শিশুভেদে খানিকটা ভিন্ন ভিন্ন হতেই পারে। তবে, একটি নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও শিশু যদি বিকাশের ধাপ অর্জনে ব্যর্থ হয়, তবে তার বিকাশের বিলম্ব হিসেবে বিবেচনা করা যায়।
► শিশুদের কথা বলার সাধারণ বিকাশ ক্রম -
*** ৩ মাস বয়সে ভাষাগত দক্ষতা :
→ শিশু স্বতঃস্ফূর্তভাবে হাসতে পছন্দ করে ।
→ শব্দ শোনে অনুরূপ শব্দ করার চেষ্টা করে ।
*** ৬ মাস বয়সে ভাষাগত দক্ষতা :
→ শিশু পরিচিত মানুষ দেখে হাসে ।
→ নাম ধরে ডাকলে সাড়া দেয় ।
→ অর্থহীন দুই বর্ণের শব্দ ব্যবহার করে ( বা বা , তা তা )
*** ৯ মাস বয়সে ভাষাগত দক্ষতা :
→ শিশু হ্যাঁ /না বুঝতে পারে ।
→ বড় ও ভিন্ন ভিন্ন শব্দ বলতে পারে (মা বাবা) ।
→ অন্যের মুখে কথা শুনে একইরকম শব্দ করার চেষ্টা করে ।
→ আঙ্গুল দিয়ে নির্দিষ্ট কিছু দেখাতে পারে ।
*** ১ বছর বয়সে ভাষাগত দক্ষতা :
→ শিশু কথা বললে সাড়া দেয় ।
→ উত্তর দেয়ার চেষ্টা করে ।
→ নির্দেশনা বুঝতে পারে ।
*** ১৮ মাস থেকে ২ বছর বয়সে ভাষাগত দক্ষতা:
→ শিশু ছবি দেখে নাম বলতে পারে ।
→ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নাম বলতে পারে ।
→ ২ থেকে ৪ শব্দের বাক্য বলতে পারে ।
→ সহজ নির্দেশনা বুঝে কাজ করতে পারে যেমন- ( ঘুমুতে যাও,এটা খাও ,এখানে বস )
→ বইয়ের জিনিস দেখে বস্তুর নাম বলতে পারে।
► NeuroGen Speech and Language Therapy এর মাধ্যমে অটিজম বা মানসিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম উপযোগী করে গড়ে তুলার চেষ্টা করে । যেমন- ভাষার বোধগম্যতা,বাক্যের গঠন এবং উচ্চারণ গত সমস্যা improvement এ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।
► আমাদের নিউরোলজিস্ট, সাইকলজিস্ট, থেরাপিস্ট অথবা জেনেটিসিস্টদের সাথে Speech and Language Therapy সম্পর্কে জানতে পরামর্শ অথবা এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুণ : 01787662575
Evidence Based Healthcare
Genetic Test
খিঁচুনি, বিরল রোগ, মানসিক ও বিকাশজনিত সমস্যার পুরনাঙ্গ “বিজ্ঞানভিত্তিক ডায়াগনোসিসের” জন্য Genetic Test অপরিহার্য। জিনগত ত্রুটির কারণে ঘটিত রোগ শুধু মা...
Deep Clinical Assessment
শিশুদের অতিরিক্ত চঞ্চলতা, অমনোযোগ, সমবয়সীদের সাথে মিশতে না পারা বা যেকোনো মানসিক বিকাশজনিত সমস্যাগুলি চিহ্নিত করার প্রাথমিক ধাপ হচ্ছে Deep Clinical As...
Occupational Therapy
অকুপেশনাল থেরাপি এমন একটি বিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতি , যার মাধ্যমে দৈনন্দিন কাজে যথাসম্ভব স্বনির্ভর করার লক্ষে শিশুর শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে...
Physiotherapy
যেকোনো ধরনের আঘাত ও স্নায়বিক সমস্যার কারণে শিশুদের মাংস পেশির দুর্বলতা,ভারসাম্যহীনতা. হাটতে বসতে ও চলতে দেরি করা. খিচুনির জন্য হাটতে বা বসতে দেরি করা...
Psychological Assessment
সাইকোলজিকাল এসেসমেন্ট একজন মানুষের মানসিক স্বাস্থ্যের অবস্থান নির্ণয় করে ও বিভিন্ন বিকাশজনিত সমস্যার চিকিৎসায় এই মূল্যায়নকে প্রায়ই প্রথম পদক্ষেপ হ...
ADOS-2 Test
Autism (অটিজম) একটি নিউরোডেভেলপমেণ্টাল ডিজঅর্ডার যা বয়স ৩ বছর হবার পূর্বেই প্রকাশ পায়। অটিজম নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকার Test রয়েছে, যা দিয়ে প্রাথম...