OBGYN SPECIALIST
Gynecological রোগগুলি সরাসরি মহিলাদের স্বাস্থ্যর উপর প্রভাব ফেলে ! (OBGYN SPECIALIST) DR. REZWANA KABIR
Gynecological রোগ কাকে বলে ?
► গাইনোকোলজিকাল রোগগুলি সেগুলোই যেটি সাধারণত মহিলাদের প্রজনন অঙ্গগুলিকে প্রভাবিত করে।
► Gynecological রোগগুলি সরাসরি মহিলাদের স্বাস্থ্যর উপর প্রভাব ফেলে, বিশেষ করে প্রজনন স্বাস্থ্য, যেমন পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি), সিস্ট, ফাইব্রয়েড, ক্যান্সার ইত্যাদি।
► এই সকল স্ত্রীরোগ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের মানসিক চাপ বা সঠিক জীবনযাপনে অনিয়ম এর কারণ হয়ে থাকে।
► উদ্বেগ এবং মানসিক চাপ স্ত্রীরোগ সংক্রান্ত রোগের ঝুঁকি বাড়ায়।
► সুষম খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক চাপ ছাড়া স্বাস্থ্যকর জীবনধারা, নিয়ম করে যোগ ব্যয়াম করা কার্যকরভাবে স্ত্রীরোগ সংক্রান্ত ব্যাধি প্রতিরোধ করতে পারে।
Poly Cystic Ovary Syndrome (PCOS) কাকে বলে ?
► PCOS হল হরমোনের সমস্যা যা মহিলাদের সন্তান ধারণের সময়কে (১৫ থেকে ৪৪ বছর বয়স) প্রভাবিত করে।
► অনেক মহিলার PCOS আছে কিন্তু তারা জানেন না।
► একটি গবেষণায় দেখা যায়, ৭০% পর্যন্ত মহিলাদের নির্ণয় করা হয়না যে তাদের PCOS আছে।
► PCOS একজন মহিলার ডিম্বাশয়কে (Ovary) আক্রান্ত করে যা মেয়েদের প্রজনন অঙ্গ, যেখান থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরি হয় এবং এই হরমোনগুলোই মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে।
► PCOS বংশগতভাবে স্থানান্তর হতে পারে। অর্থাৎ, মা এর থেকে মেয়ের হওয়া, অথবা দুই আপন বোনের ক্ষেত্রে PCOS দেখা দেয়া।
এর তিনটি প্রধান বৈশিষ্ট্য হল :
► ডিম্বাশয়ে সিস্ট
► পুরুষ হরমোন (androgens) তৈরী হওয়া
► অনিয়মিত পিরিয়ড
PCOS এর লক্ষণগুলো কি কি ?
► অনিয়মিত পিরিয়ড বা খুব কম মাত্রায় হালকা পিরিয়ড হওয়া
► ডিম্বাশয় বড় বা অনেক সিস্ট (Cyst) তৈরী হওয়া
► উচ্চ মাত্রার এন্ড্রোজেন হরমোন
► বুক, পেট, পিঠ সহ শরীরের অতিরিক্ত লোম দেখা দেয়া
► ওজন বৃদ্ধি
► ব্রণ বা তৈলাক্ত ত্বক
► পুরুষ-প্যাটার্ন মাথায় টাক পরে যাওয়া বা চুল পাতলা হওয়া
► বন্ধ্যাত্ব
► ঘাড় বা বগলে অতিরিক্ত আঁচিল দেখা দেয়া (skin tag)
ব্রেস্ট ক্যান্সার লক্ষণ :
► স্তনের উপরের ত্বক খসখসে হয়ে যাওয়া, অনেকটা কমলালেবুর খোসার মতো
► স্তনের কোন অংশ চাকা চাকা হয়ে যাওয়া অথবা কোন লাম্প দেখা যাওয়া
► স্তনের আকার বা আকৃতির পরিবর্তন
► স্তনবৃন্ত ভেতরে ঢুকে থাকা, অসমান বা বাঁকা হয়ে থাকা
► স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া
► স্তনবৃন্তের আশেপাশে রাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া অথবা রাশ ছাড়াও চুলকানির মতো অনুভূতি হওয়া
► বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া
► স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হয়ে যাওয়া
► স্তন এর ত্বকে লালচে, ক্ষত,ফোলাভাব দেখা দেয়া
► কাঁধ এবং ঘাড়ের ব্যথাও ব্রেস্ট ক্যানসারের লক্ষণ হতে পারে
জরায়ুমুখ (cervical) ক্যান্সার কি ?
► সার্ভিকাল ক্যান্সার হল জরায়ুর অভ্যন্তরীন আবরণে অস্বাভাবিক কোষের বৃদ্ধি।
► প্রায় সমস্ত সার্ভিকাল ক্যান্সারই (৯৯%) ঝুঁকিপূর্ণ হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) সংক্রমণের সাথে জড়িত।
জরায়ুমুখ (cervical) ক্যান্সারের প্রধান লক্ষণ :
► পিরিয়ডের মধ্যে জরায়ুমুখ থেকে রক্তপাত
► মাসিকের রক্তপাত স্বাভাবিকের চেয়ে দীর্ঘ বা বেশি হওয়া
► সহবাসের সময় ব্যথা
► সহবাসের পর রক্তপাত
► স্রাবের ধরণে পরিবর্তন, যেমন বেশি স্রাব তৈরী হওয়া বা অস্বাভাবিক রঙ/গন্ধ থাকা
► মেনোপজের পরেও জরায়ুপথে রক্তপাত
► পিঠের নীচের অংশে ও তলপেটে ব্যথা হওয়া
► গর্ভপূর্ববর্তী, গর্ভকালীন ও প্রসবপরবর্তী চেকাপ, গর্ভকালীন যেকোনো জটিলতা,ব্রেস্ট ক্যান্সার জরায়ু সংক্রান্ত সমস্যা, Poly Cystic Ovary Syndrome (PCOS), পরিবার পরিকল্পনাসহ মহিলাদের গাইনি স¤পর্কিত যেকোনোর সমস্যার জন্য নিউরোজেন এর Video Consultation এর মাধ্যমে অথবা সরাসরি (OBGYN SPECIALIST) DR. REZWANA KABIR এর এপয়েন্টমেন্ট নিন - 01787662575
------------------------------------
DR. REZWANA KABIR
OBGYN SPECIALIST
MBBS(SSMC) MS(BSMMU)
MRCOG(PART-1)
RESIDENT SURGEON(OBGYN)
DHAKA COMMUNITY MEDICAL COLLEGE HOSPITAL
OBGYN SPECIALIST, NEUROGEN HEALTHCARE
DR. REZWANA KABIR
OBGYN SPECIALIST
MBBS(SSMC) MS(BSMMU)
MRCOG(PART-1)
RESIDENT SURGEON(OBGYN)
DHAKA COMMUNITY MEDICAL COLLEGE HOSPITAL
OBGYN SPECIALIST, NEUROGEN HEALTHCARE
--------------------------------------------------
NeuroGen Healthcare
Phone: 01787662575
-------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Green Road,
Dhaka - 1205, Bangladesh
Related Blogs
🟥 গর্ভাবস্থায় একজন মা এর কি কি খাবার খাওয়া উচিৎ এবং কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে ? ( নাঈমা রুবী - ডায়েটিশিয়ান )
0.21 Min
গর্ভাবস্থায় সঠিক খাবার তালিকা অনুযায়ী পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহন করতে হবে। কারন গর্ভের শিশুটি যাতে প্রয়োজনীয় পুষ্টি পায় তা নিশ্চিত করতে হয় গর্ভবতী...